দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২০-২১ মরসুম বড় জয়ে শুরু হলো আর্সেনালের। শনিবার ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। গানারদের হয়ে একটি করে গোল করেছেন আলেকজান্দার ল্যাকাজেত, গ্যাব্রিয়েল ও পিয়ের-এমেরিক অবামেয়াং।
প্রতিপক্ষের মাঠে অষ্টম মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার ল্যাকাজেত। ৪৯তম মিনিটে ব্যবধান বাড়ান ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল সান্তোস। চলতি মরসুমে ফরাসি ক্লাব লিল থেকে ৩০ মিলিয়ন ইউরোতে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। অভিষেক ম্যাচেই পেলেন গোল। সেটিও আরেক ব্রাজিলিয়ান উইলিয়ানের অ্যাসিস্টে।
চেলসি ছেড়ে সদ্যই আর্সেনালে এসেছেন উইলিয়ান। অভিষেক ম্যাচে গোল না পেলেও খেলেছেন দারুণ। ৫৭তম মিনিটে গ্যাবনিজ তারকা অবামেয়াংয়ের করা আর্সেনালের তৃতীয় গোলেও অ্যাসিস্ট উইলিয়ানের।