দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মোহাম্মদ সালাহ-এর হ্যাটট্রিকে ভর করে লিডস ইউনাইটেডকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু করেছে লিভারপুল।
ঘরের মাঠ এনফিল্ডে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সালাহ। কিন্তু সে আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় নি। ১২ মিনিটে জ্যাক হ্যারিসন লিভারপুল রাইটব্যাক আলেক্সান্ডার আরনল্ডকে বোকা বানিয়ে দারুণ এক শটে সমতা ফেরান।
২০ মিনিটে রবার্টসনের ক্রস থেকে জোরালো হেডে লিভারপুলকে এগিয়ে দেন ভার্জিল ফন ডাইক, কিন্তু মিনিট দশেক পরই লিডসকে সমতা এনে দেন প্যাট্রিক ব্যামফোর্ড। তবে লিডসকে খুব বেশি ক্ষণ স্বস্তিতে থাকতে দেন নি সালাহ। ৩৩ মিনিটে দারুণ এক শটে আবারও লিভারপুলকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধেও খেলার গতি কমেনি। সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে লিভারপুল বক্সে আক্রমণ শানাতে থাকে লিডস। ৬৬ মিনিটে এরই ফল মিলল। লিভারপুল বক্সে দারুণ দক্ষতা দেখিয়ে সমতা ফেরান ক্লিচ।
৮৭ মিনিটে ফাবিনহোকে ফাউল করে লিভারপুলকে পেনাল্টি উপহার রদ্রিগো দেন। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি সালাহ।