দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক্রিকেটে বরাবরই তিনি স্টার। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফুটবল স্কিলে মুগ্ধ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
সামনেই আইপিএল তার আগে কোহলিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফুটবল স্কিলের প্রশংসা করে সুনীল বলেন, ” আরে চ্যাম্প তুমি তো দেখছি ফুটবলে স্কিল দেখাচ্ছো আমার পাঠানো কিটস্ পড়ে। আশা করি নতুন মরশুমের জন্য তুমি লক্ষ্য নিয়ে এগোচ্ছো।”
আবুধাবি পৌছানোর পর থেকেই ভীষন ফোকাসড বিরাট। ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও মেতে থাকেন ৩২ বছর বয়সী এই তারকা। আর তাই মাঝেমাঝেই সতীর্থদের সাথে ফুটবল খেলতেও দেখা যায় তাঁকে।
কোহলি আইপিএলে ব্যক্তিগতভাবে সফল হলেও তার দল আরসিবি এখনও খেতাব জিততে পারেনি। এবছর ভাগ্যের চাকা ঘোরাতে চান বিরাট। বরাবরের মতো এবারও দারুন ব্যাটিং রয়েছে আরসিবির। কিন্তু বোলিংয়ে কিছুটা দুর্বল তারা। তার মধ্যেই কেন রিচার্ডসন টুর্নামেন্টে নেই। তার জায়গায় আরসিবি শিবিরে যোগ দেবেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।