দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগের মতো কৃত্রিমভাবে দর্শকদের হর্ষধ্বনি শোনানোর ব্যবস্থা থাকবে এবারের আইপিএলে। আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের ক্রিকেটারদের উৎসাহিত করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে। দর্শকদের ঢোকার অনুমতি না থাকলেও থাকছে এই বিশেষ ব্যবস্থা। অতিমারির মাঝেও অভিনবত্বের ছোঁয়া থাকছে এবারের আইপিএলে।
জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই গোটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফলে দর্শকদের বা চিয়ারলিডারদের প্রবেশাধিকার থাকছেনা। এ প্রসঙ্গেই আইপিএলের এক আধিকারিক জানিয়েছেন,“বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে চিয়ারলিডারদের রেকর্ডেড প্রতিক্রিয়া চালাবে প্রতিবার চার, ছয় বা আউট হওয়ার সময়।
তবে, বাকি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সমর্থকদের চিয়ার করার ভিডিও ম্যাচের মধ্যেই চালাবে।” তিনি আরও যোগ করে বলেন, “এর ফলে সমর্থকরাও এই টুর্নামেন্টের সঙ্গে যেমন জড়িয়ে থাকতে পারবেন, তেমনভাবে ক্রিকেটাররাও বুঝতে পারবেন মাঠে না থাকলেও তাদের প্রতি নজর রয়েছে ফ্যানদের। সমর্থকরা ক্রিকেটারদের চিয়ার করছে, এর থেকে বড় প্রাপ্তি একজন ক্রিকেটারের কাছে আর কিছুই হতে পারে না।