দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকাল গিমন্যাস্টিক্ টারাগোনার বিরুদ্ধে আয়োজিত একটি ফ্রেন্ডলি ম্যাচে ৩-১ গোলে জয় পেয়ে নতুন মরসুমের সূচনা করল ক্লাব বার্সেলোনা। গোল পেলেন দেম্বেলে, গ্ৰিজম্যান ও কুটিনহো। যদিও শেষ দুটি গোলই আসে পেনাল্টি থেকে। মেসি এই ম্যাচে খেললেও কোনো গোল পাননি।
এই বছর লা লিগা এবং চ্যাম্পিয়নস্ লিগে বার্সেলোনার চূড়ান্ত ব্যর্থতার পর লিওনেল মেসির দলবদলের জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু বার্সেলোনা ছেড়ে যাবার কোনো ইঙ্গিত এখনো মেসি নিজে সরাসরি দেননি।
আগামী মরসুমে সাফল্য অর্জন করতে ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ চিন্তা ভাবনা শুরু করেছে। মেসির সাথে কোচ ভালভার্দের যে মতান্তর নিয়ে শোরগোল পড়েছিল গত মরসুমে, সেক্ষেত্রেও সমাধানের পথে হেঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডাচ ম্যানেজার রোনাল্ড কোম্যান। প্রস্তুতি চলছে পুরোদমে। বায়ার্ন মিউনিখ থেকে আবার দলে ফিরে এসেছেন ফিলিপে কুটিনহো। ক্রোয়েশিয়ান তারকা পিয়ানিচ্ ইতিমধ্যেই বার্সেলোনায় যোগ দিয়েছেন।
গত মরসুমে ভরাডুবির পর আগামী মরসুমে যে সাফল্য আসবেই সে বিষয়ে আশাবাদী দলের প্রত্যেকেই। মেসির থেকে যাওয়াটা দলবদলের এই জল্পনাকে ধূলিসাৎ করল যা সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।