দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগের ম্যাচে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দারুণ ছন্দে ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সাত বছর ধরে একটাও গ্র্যান্ড স্ল্যাম না জেতার যে আক্ষেপ, এবার ঘুচতে পারে বলে মনে হচ্ছিল এই বেলারুশ তারকাকে দেখে। কিন্তু শেষমেশ তারুণ্যের ঝাণ্ডা উচিয়ে ইউএস ওপেন শিরোপা উঠল ২২ বছরের নাওমি ওসাকার হাতে।
প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন ওসাকা। কিন্তু একটু পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই জাপানি তারকা। ওসাকা ১-৬, ৬-৩, ৬-৩ গেমে আজারেঙ্কাকে হারিয়েছেন।
ফাইনালের প্রথম সেটেই দুর্দান্ত শুরু করেন আজারেঙ্কা। সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে আসা আজারেঙ্কা প্রথম সেটে (৬-১) পাত্তাই দেননি ওসাকাকে। দ্বিতীয় সেটও দুর্দান্ত শুরু করেন, এগিয়ে যান ৩-০তে। এরপরই ওসাকা খোলস ছেড়ে বেরিয়ে, দ্বিতীয় সেটে আর কোন পয়েন্ট দেননি আজারেঙ্কাকে। পরের সেটেও ৬-৩ এ জিতে ইউএসে ওপেন জয় নিশ্চিত করেন। ওসাকা ২০১৮ সালেও ইউএস ওপেন জয় করেন।