দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত আতলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। খবরটি নিশ্চিত করে টুইট করেছে আতলেটিকো মাদ্রিদ, ‘গতকাল সর্বশেষ পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন আমাদের কোচ ডিয়েগো সিমিওনে। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি এখন কোয়ারেন্টিনে আছেন।’
এ নিয়ে আতলেটিকোর পঞ্চম ব্যক্তি আক্রান্ত হলেন করোনায়। গত মাসে করোনা পজিটিভ হন ডিয়েগো কস্তা, আনহেল কোরেয়া, সান্তিয়াগো আরিয়াস ও সিমে ভ্রাসাকো। ২৭ সেপ্টেম্বরে গ্রানাডার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে আতলেটিকো।
আতলেটিকো মাদ্রিদ কাল অনুশীলন করলেও থাকতে পারেননি সিমিওনে। আর্জেন্টিনার প্রাক্তন এই ডিফেন্ডার শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার জন্য পিসিআর টেস্ট দেন। পরীক্ষার ফলে সন্তুষ্ট হতে না পেরে আবারও পরীক্ষা করান ৫০ বছর বয়সী কোচ। যার রিপোর্ট পজিটিভ এসেছে। আগামী কয়েক দিন প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে মাঠে নামছে না তারা আতলেটিকো মাদ্রিদ। ২৭ সেপ্টেম্বরে গ্রানাডার বিরুদ্ধে লা লিগার নতুন মরসুম শুরু করবে আতলেটিকো।