দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী দুবছরের জন্য ইস্টবেঙ্গলে সই করতে পারেন উমিদ সিং। লাল হলুদ ক্লাবের সঙ্গে ছয় মাস আগেই প্রাথমিক চুক্তি সই করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার। যদিও ভারতের ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ সরকারী ভাবে এখনও এই চুক্তির ব্যাপারে কিছু জানেনা।
সরকারিভাবে চুক্তির ব্যাপারটাও সেভাবে চূড়ান্ত হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছিল আইএসএলের আরও একটি ক্লাব মজিদ বিসকারের দেশের এই ফুটবলারকে দলে নিতে চায়। তবে, রঞ্জিত বাজাজের দাবী লাল হলুদেই নাকি খেলতে চান উমিদ। প্রসঙ্গত কয়েকদিন আগে মিনার্ভা একাডেমি কর্ণধার দাবি করেছিলেন সন্দেশ ঝিঙ্গান এটিকে মোহন বাগানে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন যা পরে ভুল প্রমাণিত হয়।
আগামী কয়েকদিনের মধ্যেই বিড পেপার জমা দেবে ইস্টবেঙ্গল। তারপর প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে হেড কোচের নাম। আর তারপরই বিদেশি প্লেয়ার রিক্রুট করার কাজ শুরু করবে নতুন বোর্ড। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের স্বদেশী স্কোয়াড নিয়ে খুশি নন ইনভেস্টররা। এখন দেখার ক্লাবের নিয়োগ করা কোনও স্বদেশী ফুটবলারকে রিলিজ করেন কিনা শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।