দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবনমনের খাঁড়া এড়িয়ে ইস্টবেঙ্গলকে গত মরসুমে আই লিগে দ্বিতীয় স্থান এনে দেওয়া স্প্যানিশ কোচ মারিও রিভেরা আগামী মরসুমেও ইস্টবেঙ্গলে কোচিং করাতে চান।
শ্রী সিমেন্টেকে ইনভেস্টর রূপে পাওয়ার পরে ইস্টবেঙ্গল এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি, তবে শোনা যাচ্ছে সার্বিয়ান কোচ রিস্টো ভিদাকোভিচ লাল হলুদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। আর এরই মাঝে ইস্টবেঙ্গলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন মারিও।
মারিও মাদ্রিদ থেকে পিটিআইকে জানিয়েছেন, “আমি রোজই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে ফিরে আসার অনুরোধ পাই, তবে এই মুহুর্তে কিছুই নিশ্চিত নয়।”
মারিও ২০১৮-১৯ মরসুমে আলেহান্দ্রো মেনেন্ডেজের ডেপুটি হিসেবে কাজ করেছিলেন, কিন্তু গত মরসুমে আই লিগে হারের হ্যাট্রিক করার পর আলেহান্দ্রো পদত্যাগ করলে ইস্টবেঙ্গল কর্তারা মারিওর হাতে দলের রাশ তুলে দেন।
“আমি ইস্টবেঙ্গলে ফিরতে প্রস্তুত। তবে ভবিষ্যতে আমি সেই ক্লাবেই কোচিং করাতে চাই যারা আমাকে চাইবে এবং আমার কোচিং জীবনের প্রতিটি দিন উপভোগ করতে চাই।”
মারিও ইস্টবেঙ্গল সমর্থকদের আইএসএলে যোগদানের জন্যে শুভেচ্ছা জানাতেও ভোলেন নি, তিনি বলেন, “ইস্টবেঙ্গল সমর্থকদের আমি আইএসএলে যোগদানের জন্য শুভেচ্ছা জানাতে চাই। তারা সেখানে খেলার যোগ্য। ইস্টবেঙ্গল সমর্থকরাই ভারতীয় ফুটবলের সবচেয়ে আবেগপ্রবণ সমর্থক।”