দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে আর্থিকভাবে পিছিয়ে পরা ৫৬০ জন আদিবাসী শিশুর পাশে দাঁড়ালেন। শচীন পরিবার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়েছেন যারা মধ্য প্রদেশের সিহোর জেলার প্রত্যন্ত গ্রামে সেবা কুটির তৈরি করেছে।
এই জেলার সেবানিয়া, বিলপতি, খাপা, নয়াপুরা এবং জামুনঝিল গ্রামের বাচ্চাদের শচীনের সংস্থার সাহায্যে পুষ্টিকর খাবার এবং শিক্ষা প্রদান করা হচ্ছে। এই শিশুরা মূলত বরেলা ভিল এবং গোন্ড উপজাতির।
এই নিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “শচীন তেন্ডুলকরের এই উদ্যোগ মধ্য প্রদেশের ওই সব আদিবাসী বাচ্ছাদের প্রতি ওনার চিন্তার প্রমান, যারা অপুষ্টি এবং নিরক্ষরতার শিকার।”
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে শচীন নিয়মিত ‘বাচ্চাদের প্রাথমিক বিকাশের’ মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে সোচ্চার হয়ে থাকেন।