28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। লক্ষ্যটা খুব বেশি ছিল না। জয়ের জন্য ৫০ ওভারে ২৩২ রান করতে হতো অস্ট্রেলিয়ার। একটা পর্যায়ে তাদের স্কোর ছিল ১৪৪/২। এরপর দারুণ বোলিং নৈপুণ্য দেখালেন ইংলিশ পেসাররা। জফরা আর্চার-ক্রিস ওসকদের তোপে ৪৮.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ২৪ রানের জয়ে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড।

    ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান তোলে। জবাবে ৪৮.৪ ওভারেই গুড়িয়ে যায় অজিদের ইনিংস।

    লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১৪৪ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই নাটকীয় ধস নামে দলটির ইনিংসে। ক্রিস ওকস ও জোফরা আর্চার মাত্র ২১ বলের ব্যবধানে ৪ উইকেট তুলে নেন। ১৪৪/২ থেকে নিমিষেই ১৪৭/৬- এ পরিণত হয় অস্ট্রেলিয়া। অর্থাৎ ৩ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৪ উইকেট।

    ৬৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ২০৭ রানে গুটিয়ে যায় সফরকারী দল। এর মধ্যে অ্যালেক্স ক্যারি ও জস হ্যাজেলউড শেষ উইকেটে যোগ করেন ৩১ রান। আদিল রশিদের বলে স্টাম্পিং হলে ছয়ে নামা ক্যারির লড়াই শেষ হয়।

    অজিদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ওপেনার ১০৫ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। চারে নেমে মার্নাস লাবুশেন করেন ৪৮ রান। ক্যারির ব্যাট থেকে আসে ৩৬।

    ইংল্যান্ডের হয়ে ওকস, আর্চার ও স্যাম কারেন ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন আদিল রশিদ।

    এর আগে ব্যাটিংয়ে ভুগেছে ইংল্যান্ড। দলটি ১৪৯ রান যোগ করতে হারিয়ে ফেলে ৮ উইকেট। তবে আদিল রশিদ ও টম কারেনের দৃঢ়তায় দুই শ পেরোনো স্কোর গড়ে ইংলিশরা। নবম উইকেটে এই দুজন যোগ করেন ৭৬ রান। টম কারেন ৩৭ ও রশিদ অপরাজিত ৩৫ রান করেন।

    সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক মরগানের ব্যাট থেকে। জো রুটের ব্যাট থেকে আসে ৩৯ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

    ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। বুধবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...