দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ আই লিগ বাছাই পর্বের ক্রীড়াসূচি প্রকাশ করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পাঁচ দলের এই টুর্নামেন্টে ৮ই অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে চলবে ১৯শে অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে কলকাতার ভবানীপুর এফসি এবং এফসি বেঙ্গালুরু ইউনাইটেড একে অপরের বিপক্ষে মাঠে নামবে। দিনের অপর খেলায় কল্যাণীতে মহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে গাড়ওয়াল এফসির।


ফেডারেশন ইতিমধ্যেই দলগুলিকে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পৌঁছনোর নির্দেশ দিয়েছে। কলকাতা পৌঁছানোর পর সব ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। টুর্নামেন্ট চলাকালীনও প্রতি পাঁচ-ছয় দিন অন্তর তাদের করোনা পরীক্ষা করা হবে। দলগুলি কলকাতা পৌঁছনোর পর তাদের দু’সপ্তাহের জন্যে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে হতে চলেছে, এবং প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
পাঁচটি দল নিয়ে সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। টুর্নামেন্টে যে পাঁচটি দল অংশ গ্রহণ করবে, তারা হলো মহামেডান স্পোর্টিং ক্লাব, ভবানীপুর এফসি, গড়ওয়াল এফসি, আরা এফসি ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।