দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় আক্রান্ত হলেন আইজল এফসি কোচ স্ট্যানলি রোজারিও। তাঁর নিজের শহর বেঙ্গালুরুতেই রয়েছেন তিনি। বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ট্যানলি।
কাশিও জ্বরে ভুগছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোভিড পজিটিভ ধরা পড়ে। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর।
এছাড়াও তাঁর নিজের শহর বেঙ্গালুরুর ক্লাব ওজোন এফসি, লাজং এফসি ও ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়ার ক্লাব সিকিম ইউনাইটেডের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে স্ট্যানলির। তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভারতের ফুটবল মহল।