দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চার্চিল ব্রাদার্স থেকে লোনে ভবাণিপুরে সই করলেন তারকা গোলরক্ষক শিল্টন পাল। দীর্ঘদিন মোহনবাগানের শেষ দূর্গ সামলানোর পর গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সে সই করেন বাঙালি এই গোলরক্ষক।
আইলিগ কোয়ালিফায়ার টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুদিন আগেই শিল্টনকে দলে নিয়ে বড়সড় চমক দিল ভবানীপুর। কোচ শঙ্করলাল চক্রবর্তীর অধীনে এর আগেও মোহনবাগানে খেলেছেন শিল্টন। এখন দেখার এ মরশুমে ভবানিপুরকে আইলিগের মূলপর্বে তুলতে পারেন কিনা তারকা এই গোলরক্ষক।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আই লিগ কোয়ালিফায়ার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। পাঁচ দলের এই টুর্নামেন্টে ৮ই অক্টোবর শুরু হয়ে চলবে ১৯শে অক্টোবর পর্যন্ত।
করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে হতে চলেছে, এবং প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
উদ্বোধনী ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর এফসি ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড একে অপরের বিপক্ষে মাঠে নামবে।