দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শিল্টন পালের পর মোহনবাগানের আইলিগ জয়ী আরও এক ফুটবলারকে সই করাল ভবানীপুর। বিক্রমজিত সিং যোগ দিলেন দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবে।
২৭ বছর বয়সী এই স্টপার এর আগে মোহনবাগান ছাড়াও মুম্বই সিটি এফসি, মহামেডান স্পোর্টিংয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। আইলিগের মূলপর্বে ওঠার লড়াইয়ে অনেক কঠিন বাধা টপকাতে হবে শঙ্করলাল চক্রবর্তীর ছেলেদের। তাই রক্ষণ আঁটোসাঁটো করতে চাইছেন ভবানীপুর কর্মকর্তারা।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আই লিগ কোয়ালিফায়ার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। পাঁচ দলের এই টুর্নামেন্টে ৮ই অক্টোবর শুরু হয়ে চলবে ১৯শে অক্টোবর পর্যন্ত।
করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে হতে চলেছে, এবং প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
উদ্বোধনী ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর এফসি ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড একে অপরের বিপক্ষে মাঠে নামবে।