26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    প্রথম দিন জয়ের লক্ষ্যে ধোনির চেন্নাইয়ের সামনে রোহিতের মুম্বাই

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দুটি দল, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ১৩তম আসরের প্রথম ম্যাচে শনিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে।

    ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ এই বছর সংযুক্ত আরব আমিরাতের তিনটি স্থান দুবাই, আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হচ্ছে। এই বছর সব ম্যাচই খালি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    দুই দলের কথা বলতে গেলে, চেন্নাই টুর্নামেন্ট শুরুর আগেই ব্যাকফুটে। সুরেশ রায়না ও হরভজন সিং ব্যক্তিগত কারণে এবারের আইপিএল খেলছেন না। দুজনেই সিএসকে দলের গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পক্ষে এই দু’জনের বিকল্প খুঁজে বার করা বেশ কঠিন হবে।

    তা সত্ত্বেও, ধোনি এমন অধিনায়ক যার কাছে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে। ধোনি অবশ্যই ভেবে রেখেছেন যে কীভাবে রায়না ও হরভজনকে ছাড়া দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

    চেন্নাইয়ের পক্ষে শেন ওয়াটসনের সাথে আম্বাতি রায়ডুকে ওপেন করতে দেখা যেতে পারে। রায়নার পরিবর্তে ফ্যাফ ডু প্লেসিস তিন নাম্বারে ব্যাট করতে পারেন। হরভজনের অনুপস্থিতিতে ইমরান তাহিরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। তাকে সঙ্গত দেওয়ার জন্য কর্ণ শর্মা ও পিয়ুস চাওলা রয়েছেন। জোরে বোলিংয়ের দায়িত্ব থাকবে দীপক চাহার ও শার্দুল ঠাকুরের কাঁধে। তাদের সাথে লুঙ্গি এনগিডি ও জস হেজেলউডের মধ্যে যে কোনো একজন খেলবেন।

    মুম্বাই সম্পর্কে কথা বলতে গেলে, ক্রিস লিনের আগমন ব্যাটিংকে শক্তিশালী করেছে। দেখার বিষয় হবে অধিনায়ক রোহিত শর্মার সাথে কে ওপেনিং করেন। গত মরসুমে রোহিতের সাথে ওপেন করে কুইন্টন ডি কক দুর্দান্ত পারফরমেন্স করলেও, রোহিতের ওপেনিং পার্টনার হওয়ার প্রবল দাবিদার লিনও। মিডল অর্ডারে রয়েছেন সূর্য কুমার যাদব, ঈশান কিষান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া।

    লাসিথ মালিঙ্গার না থাকা মুম্বাই ইন্ডিয়ান্স দলকে প্রভাবিত করতে পারে। তবে জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ড ও ন্যাথান কুল্টার নাইল মালিঙ্গার অভাব পূরণ করতে পারেন। এছাড়া, জাসপ্রিত বুমরাহ তো আছেনই যিনি দুবাইয়ের পিচে মুম্বাই দলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন। স্পিন বিভাগের ভার থাকবে রাহুল চাহার ও ক্রুনাল পান্ডিয়ার কাঁধে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...