দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক’দিন আগেই ইউএস ওপেনের শিরোপা জিতেছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ২২ বছর বয়সী এই তারকা হারিয়েছেন আজারেঙ্কাকে। নিয়মিত সাফল্যে টেনিসে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছেন। ফ্রেঞ্চ ওপেনেও তাই নাওমির দিকে চোখ থাকাটা ছিল স্বাভাবিক।
কিন্তু ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনটি গ্রান্ড স্লাম জয়ী এই জাপানি তারকা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি। সেজন্যই সরে দাঁড়িয়েছেন আসর থেকে।
নাওমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘দূভাগ্যবশত আমি এবারের ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবো না। আমার হ্যামস্ট্রিংয়ের সমস্যাটা এখনও রয়ে গেছে। আমি তাই প্রস্তুতি নিতে পারছি না। এবার দুটি টুর্নামেন্ট পরপর হচ্ছে। যারা অংশগ্রহণ করছেন সবার জন্য শুভকামনা।’