33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    রায়ডু-ডু প্লেসিসের দাপটে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু চেন্নাইয়ের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএলের প্রথম ম্যাচ হারার রেকর্ড বদলালো না। ২০২০ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাইকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে। মুম্বাই প্রথম ব্যাট করে ১৬২ রান করে। চেন্নাই ১৯.২ ওভারে উইকেট ৫ হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। উল্লেখ্য ২০১২ সালের পর মুম্বাই আইপিএলে তাদের প্রথম ম্যাচ জিততে পারে নি।

    টসে জিতে মহেন্দ্র সিং ধোনি মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠালে, নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে আক্রমনাত্বক শুরু করা সত্ত্বেও মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানই করতে সক্ষম হয়। মুম্বাইয়ের হয়ে সৌরভ তিওয়ারি সর্বাধিক ৪২ রান করেন। এছাড়া কুইন্টন ডি কক ৩৩ রান করেন।

    র্দীঘদিন বাদে ক্রিকেটে ফেরা হার্দিক পান্ডিয়া দুটি ছয় মেরে আশা জাগালেও বড় ইনিংস খেলতে ব্যার্থ হন এবং ১৪ রান করে আউট হন। কায়রন পোলার্ড ১৮ রান করেন। চেন্নাইয়ের পক্ষে লুঙ্গি এনগিডি সবচেয়ে বেশি তিনটি এবং রবীন্দ্র জাদেজা ও দীপক চাহার দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া স্যাম করন ও পীযূষ চাওলা একটি করে উইকেট দখল করেন।

    মুম্বাইয়ের থেকে পাওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই মাত্র ৬ রানের মধ্যে দুই ওপেনার শ্যেন ওয়াটসন ও মুরলী বিজয়ের উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এর পরই ফ্যাফ ডু প্লেসিসকে সাথে নিয়ে ইনিংস সামাল দেন আম্বাতি রায়ডু।

    রায়ডু ও ডু প্লেসিস তৃতীয় উইকেটের জন্য ১১৫ রানের জুটি গড়ে তোলেন। রায়ডু ৪৮ বলে ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে রাহুল চাহারের বলে তারই হাতে ক্যাচ দিয়ে যখন ফেরেন তখন চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৪ বলে ৪২ রান।

    এরপরে ক্রুনাল পান্ডিয়া রবীন্দ্র জাদেজাকে ও জসপ্রীত বুমরাহ স্যাম করনকে আউট করে মুম্বাইকে ম্যাচে ফেরার আশা দেখালেও, ডু প্লেসিস ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে চেন্নাইকে পাঁচ উইকেটে জয় এনে দেন। মুম্বাইয়ের পক্ষে জেমস প্যাটিনসন দুটি এবং বুমরাহ, চাহার ও ক্রুনাল পান্ডিয়া একটি করে উইকেট নেন। রায়ডুর দুর্দান্ত ইনিংসের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার দেওয়া হয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...