29 C
Kolkata
Saturday, September 23, 2023
More

    মুম্বাই বধের রহস্য ফাঁস করলেন ‘থালা’ ধোনি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছানোর আগে চেন্নাইতে ছয়দিনের শিবির করেছিল সিএসকে। স্বাধীনতা দিবসের দিন সেই শিবিরে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই শিবিরের সুফল হিসেবেই আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারাতে পেরেছে সিএসকে। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার নিতে এসে নিজের দারুন ইনিংস নিয়ে বলতে এসে এমনটাই জানালেন আম্বাতি রায়ডু।

    তিনি বলেন, “লকডাউনের মধ্যেও অনুশীলন করেছি। প্রথমে শুরুটা একটু ধীরে হলেও দলকে জেতাতে মরিয়া ছিলাম। শিশির পড়তে শুরু করার পর কাজটা কিছুটা সহজ হয়ে যায়। চেন্নাই আর দুবাইয়ের আবহাওয়া কিছুটা এক হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। আমরা চেন্নাইতে প্র্যাকটিস করেছিলাম। সেটা কাজে দিয়েছে।”

    অন্যদিকে ধোনি মনে করেন প্রথম ম্যাচ জিতলেও অনেক উন্নতির জায়গা রয়েছে। ম্যাচ শেষে তিনি বলেন, “শুরুর দিকে আমাদের বোলারদের কিছুটা অসুবিধা হয়েছিল। জিতলেও আমাদের কিছু খামতি রয়েছে সেগুলো ঠিক করতে হবে। শিশির পড়ার আগে বল সুইং করছিল। কিন্তু দারুন খেলেছে রায়ডু আর ফ্যাফ।” এর পাশাপাশি সমালোচকদেরও ঘুরিয়ে জবাব দেন সিএসকে অধিনায়ক। বলেন, “আমাদের দলে অধিকাংশই রিটায়ার্ড ক্রিকেটার। ভাগ্য ভালো আমরা কেউ আহত হয়নি। কিন্তু আমাদের অভিজ্ঞতা কাজে দিল।”

    শেষদিকে নিজে না নেমে জাদেজা ও স্যাম করনকে নামান ধোনি। এ প্রসঙ্গে তিনি জানান, “আমরা মুম্বইয়ের ওপর মানসিক চাপ তৈরি করতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম এই দুজনের পরও ব্যাটসম্যান আছে আমাদের দলে। আমরা চেয়েছিলাম ওরা আগে নেমে কিছু শট খেলুক।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...