দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছানোর আগে চেন্নাইতে ছয়দিনের শিবির করেছিল সিএসকে। স্বাধীনতা দিবসের দিন সেই শিবিরে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই শিবিরের সুফল হিসেবেই আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারাতে পেরেছে সিএসকে। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার নিতে এসে নিজের দারুন ইনিংস নিয়ে বলতে এসে এমনটাই জানালেন আম্বাতি রায়ডু।
তিনি বলেন, “লকডাউনের মধ্যেও অনুশীলন করেছি। প্রথমে শুরুটা একটু ধীরে হলেও দলকে জেতাতে মরিয়া ছিলাম। শিশির পড়তে শুরু করার পর কাজটা কিছুটা সহজ হয়ে যায়। চেন্নাই আর দুবাইয়ের আবহাওয়া কিছুটা এক হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। আমরা চেন্নাইতে প্র্যাকটিস করেছিলাম। সেটা কাজে দিয়েছে।”
অন্যদিকে ধোনি মনে করেন প্রথম ম্যাচ জিতলেও অনেক উন্নতির জায়গা রয়েছে। ম্যাচ শেষে তিনি বলেন, “শুরুর দিকে আমাদের বোলারদের কিছুটা অসুবিধা হয়েছিল। জিতলেও আমাদের কিছু খামতি রয়েছে সেগুলো ঠিক করতে হবে। শিশির পড়ার আগে বল সুইং করছিল। কিন্তু দারুন খেলেছে রায়ডু আর ফ্যাফ।” এর পাশাপাশি সমালোচকদেরও ঘুরিয়ে জবাব দেন সিএসকে অধিনায়ক। বলেন, “আমাদের দলে অধিকাংশই রিটায়ার্ড ক্রিকেটার। ভাগ্য ভালো আমরা কেউ আহত হয়নি। কিন্তু আমাদের অভিজ্ঞতা কাজে দিল।”
শেষদিকে নিজে না নেমে জাদেজা ও স্যাম করনকে নামান ধোনি। এ প্রসঙ্গে তিনি জানান, “আমরা মুম্বইয়ের ওপর মানসিক চাপ তৈরি করতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম এই দুজনের পরও ব্যাটসম্যান আছে আমাদের দলে। আমরা চেয়েছিলাম ওরা আগে নেমে কিছু শট খেলুক।”