দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও হাঁটুর চোটের জন্য দলে নেই ক্যারিবিয়ান স্টার ডোয়াইন ব্রাভো। আইপিএলের প্রথম ম্যাচেও একই কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় সুযোগ পান স্যাম কারন।
অলরাউন্ডার হিসেবে তাঁর পারফম্যান্স খুশি করেছে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচে রোহিতের মুম্বাইকে পাঁচ উইকেটে হারিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ” স্যামের পারফরম্যান্সে আমরা খুশি।”
প্রসঙ্গত, শুক্রবারই আইপিএল খেলতে আবুধাবিতে পা রাখেন স্যাম। বল হাতে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন কারন। তারপর শেষের দিকে ব্যাট করতে নেমে চাপের মুখে ৬ বলে ১৮ রানের দারুন ইনিংস খেলেন তিনি। স্যাম কারনের প্রশংসা করলেও ভবিষ্যতে তার সঙ্গে ‘ফিট’ ব্রাভোকেও প্রথম একাদশে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দেন ফ্লেমিং।