দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল ২০২০ এর দ্বিতীয় ম্যাচটি খুবই রোমাঞ্চকর ছিল। দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে। ম্যাচসেরা হন দিল্লির মার্কাস স্টোইনিস। ব্যাটে-বলের তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সের জন্য পুরস্কারটা তারই প্রাপ্য ছিল।
তবে সব কিছু ছাপিয়ে বিতর্কের কেন্দ্র বিন্দুতে শর্ট রান, যা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। আম্পায়ার নিতীন মোহনের ভুল সিদ্ধান্তের জন্যই ম্যাচটা পাঞ্জাব হারল বলে মনে করেন তিনি।
শেহবাগ একটি টুইটে লিখেছেন,”‘আমি ম্যান অফ দ্য ম্যাচের সিদ্ধান্তের সাথে একমত নই। যে আম্পায়ার শর্ট রান দিয়েছিলেন। সেই আম্পায়ারকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত। এটা শর্ট রান ছিল না। এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিলো।”
আসলে মায়াঙ্ক আগরওয়াল ১৮ তম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়েছিলেন। কিন্তু আম্পায়ার নিতিন মেনন এটাকে শর্ট রান দেন, এবং পাঞ্জাব স্কোরে এক রানই যুক্ত হয়। পরে টিভি রিপ্লে-তে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল। জর্ডনের ব্যাট ক্রিজ ছুঁয়েছিল। দ্বিতীয় রানটি শর্ট রান না হলে পাঞ্জাবের স্কোর ১৫৮ হতো আর ম্যাচের ফলাফলের জন্য সুপার ওভারের প্রয়োজন হতো না।
প্রতিবারই আইপিএলে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠে। বারবার আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় কোন না কোন দলকে। আর এবার দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল পাঞ্জাবকে।