দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পরের ম্যাচের আগেই ‘ফিট’ হয়ে যেতে পারেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান অশ্বিন। এরপর মাঠ থেকে বেরিয়েও যান তিনি। মাত্র এক ওভার বল করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
তাঁর এই চোট উদ্বেগ বাড়িয়েছিল দিল্লি ক্যাপিটালসের। একে চোটের জন্য নেই দলের নির্ভরযোগ্য পেসার ইশান্ত শর্মা। তার ওপর অশ্বিনও যদি চোট পেয়ে বাইরে চলে যেতেন তবে সমস্যায় পড়তে হত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। যদিও নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব বধের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দিল্লি অধিনায়ক জানান, “আমার সঙ্গে অশ্বিনের কথা হয়েছে। পরের ম্যাচের আগেই ও তৈরি করে নেবে নিজেকে। যদিও তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও।”
প্রথমে তাঁর চোট বেশ গুরুতর মনে হয়েছিল সকলেরই। তবে চোট পেয়ে মাঠ ছাড়ার আগেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন অশ্বিন। প্রথম ওভার বল করতে এসেই করুণ নায়ার ও নিকোলাস পুরানের উইকেট তুলে পাঞ্জাবকে চাপে ফেলে দেন এই তারকা অফ স্পিনার। দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।