দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য অবস্থায় খেলা শেষ করেছেন জিনেদিন জিদানের ছেলেরা। পাঁচ বছর পরে মরসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা।
প্রথমার্ধের শেষ দিকে গোল করার দারুণ কিছু সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। প্রথমে সার্জিও রামোসের দারুণ শট আটকে যায় সোসিয়েদাদ ফুটবলারের শরীরে। হ্যান্ড বল তথা পেনাল্টির আবেদন করলেও অনিচ্ছাকৃত হওয়ায় তা নাকচ করে দেন রেফারি। এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা হারান করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও রিয়াল সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। সুযোগ নিতে পারেনি রিয়াল সোসিয়েদাদও। দারুণ তিনটি সুযোগ পেয়েছে তারা। গোল দিয়ে এগিয়ে যেতেই পারতো। দুটি রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়েছেন। একটি তারা গোল পোস্টের বাইরে মেরেছেন।