দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে আম্বাতি রায়ডু ও পীযূষ চাওলাকে ‘লো প্রোফাইল ক্রিকেটার’ বলে অভিহিত করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার আবারও বিতর্কে জড়িয়েছেন। ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।
আইপিএলের ১৩ তম আসরের প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে রায়ডু ৭১ রান করেছিলেন যার জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত করা হয়েছিল।
এদিকে, রায়ডু ও চাওলাকে লো প্রোফাইল ক্রিকেটার আখ্যা দিয়ে একটি টুইট করেছেন মাঞ্জেরেকার, আর তাতেই গোল বাঁধে।। মাঞ্জেরেকার টুইটে লিখেছেন, “দুই লো প্রোফাইল ক্রিকেটার পীযূষ চাওলা এবং আম্বাতি রায়ডুর জন্য খুব খুশি। চাওলা দুর্দান্ত বোলিং করেছে, পঞ্চম ও ষোলোতম ওভারও করেছে। রায়ডু…. শটের মানের ভিত্তিতে এটা তাঁর আইপিএলের অন্যতম সেরা ইনিংস। খুব ভাল সিএসকে।”
এই টুইটের পরই ভক্তদের রোষানলে পড়ে যান মাঞ্জেরেকার। টুইটার ব্যবহারকারীরা লিখেছেন, সঞ্জয় লো প্রোফাইল ক্রিকেটার বলতে আপনি কী বোঝাতে চান? কে এই প্রোফাইল ঠিক করে?