দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইস্টবেঙ্গলের নাম বদলের আবেদন এবার এফসির কাছে পাঠাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এর আগে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কাছে একই আবেদন করেছিল লাল হলুদ ক্লাব।
একই সঙ্গে তারা আবেদন করেন দেশের ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ এর কাছেও। সেই আবেদন এবার এফসিতে পাঠিয়ে দিল দিল্লির ফুটবল হাউস। তবে, এএফসির সিদ্ধান্তের আগেই এফএসডিএল ঘোষণা করে দিতে পারে আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের নাম। তবে অবশ্যই দেশের সর্বোচ্চ লিগে খেলতে গেলে এএফসির লাইসেন্স পেতে হবে লাল হলুদকে।
এফএসডিএলের ঘোষণার জন্যই অপেক্ষা করছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তারপরই কোচের নাম ঠিক করবেন তাঁরা। কোচের পছন্দের বিদেশি ফুটবলারদের নিয়ে আসার কাজও শুরু হবে তারপরই। হাতে সময় বেশি নেই তারমধ্যেই যাবতীয় কাজ সেরে রাখতে চাইছেন কর্তারা। লাইসেন্সিং এর সময় পেরিয়ে গেলেও এআইএফএফের সঙ্গে আলোচনা করে আইএসএল খেলা নিশ্চিত করতে চাইছেন ইনভেস্টর ও কর্মকর্তারা।