28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    জয় দিয়ে মরসুম শুরু আরসিবির

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত বছর টানা ছয় ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারো হার চোখ রাঙাচ্ছিল বিরাট কোহলিদের। তবে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ঘুরিয়ে দিলেন ম্যাচের মোড়। সানরাইসার্স হায়দ্রাবাদকে প্রথম ম্যাচে ১০ রানে হারিয়ে ২০২০ আইপিএল অভিযান শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    আরসিবির করা ১৬৩ রান তাড়া করতে নেমে ১২১/২ স্কোরে দাঁড়িয়ে হায়দ্রাবাদের দরকার ছিলো ২৯ বলে ৪৩। যুজবেন্দ্র চাহালকে ১৬তম ওভারে আক্রমণে নিয়ে আসেন কোহলি। দারুণ ব্যাটিং করতে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও বিজয় শঙ্করকে পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যুজভেন্দ্র চাহাল। দুই বল বাকি থাকতেই ১৫৩ রানে অলআউট হয় হায়দ্রাবাদ।

    টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা আরসিবি মরসুমের তাদের প্রথম ম্যাচে নতুন ওপেনিং জুটি মাঠে নামায়। অ্যারন ফিঞ্চের সাথে ব্যাট হাতে নামেন তরুণ পাদিক্কাল। এই জুটি প্রথম উইকেটে ৯০ রান যোগ করে। আইপিএলের অভিষেক ম্যাচে পাদিক্কাল ৩৬ বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। তিনি ৪২ বল খেলে ৮ টি চার সহ ৫৬ রান করেন। অন্যদিকে ফিঞ্চ ২৭ বলে ২৯ রান করেন।

    ২০৩ দিন বাদে ক্রিকেট মাঠে ফেরা কোহলি ব্যাট হতে ঝড় তুলতে ব্যর্থ। ১৩ বলে ১৪ রান করে তরুণ বোলার থাংগারাসু নটরাজনের শিকার হন তিনি।

    তবে এবি ডি ভিলিয়ার্স একটা দিক ধরে রেখে আরসিবি ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। তার ৩০ বলে ৫১ রানের ইনিংসের সুবাদে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সক্ষম হয়। ডি ভিলিয়ার্স চারটি বাউন্ডারি এবং দুটি ছক্কা মারেন। হায়দ্রাবাদের হয়ে বিজয় শঙ্কর, নটরাজন ও অভিষেক শর্মা একটি করে উইকেট দখল করেন।

    আরসিবির থেকে পাওয়া লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদের শুরুটা একদমই ভালো হয় নি। দলীয় ১৮ রানের অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন। বেয়ারস্টো উমেশ যাদবের বলে সোজা শট খেলেন। যাদব কোনওরকমে বলটি স্পর্শ করলে, বল সরাসরি গিয়ে লাগে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ওয়ার্নার ক্রিজের বাইরে ছিলেন।

    মনিশ পান্ডেকে সাথে নিয়ে বেয়ারস্টো হায়দ্রাবাদকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেটের জন্য ৭১ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ৮৯ রানের মাথায় চাহালের বলে নভদীপ সাইনিকে ক্যাচ দিয়ে পান্ডে ৩৪ রান করে ফেরার পরও বেয়ারস্টো আগ্রাসন জারি রাখেন। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটসম্যান।

    কিন্তু দলীয় ১২১ রানে চাহালের বলে বেয়ারস্টো ৬১ রান করে বোল্ড হয়ে ফিরে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপ। মাত্র ৩২ রানের ব্যাবধানে ৭ উইকেট হারায় নিজামের শহরের দলটি। যার ফলস্বরূপ ১৯.৪ ওভারে ১৫৩ রানে থামে হায়দ্রাবাদ ইনিংস।

    আরসিবির পক্ষে সবচেয়ে সফল বোলার চাহাল। তিনি চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে তুলে নেন মূল্যবান তিনটি উইকেট। এছাড়া সাইনি ও শিবম দুবে দুটি করে ও ডেল স্ট্যেইন একটি উইকেট পেয়েছেন।

    হায়দ্রাবাদ মিডল অর্ডারের ব্যাটিং ব্যার্থতা দেখে ভক্তরা নিঃসন্দেহে কেন উইলিয়ামসনকে মিস করছেন। অন্যদিকে যে বোলিংকে সব সময় আরসিবির দুর্বলতা মনে করা হয় সেই বোলিং দিয়েই আজকের ম্যাচ জিতে বাকি দল গুলোর উদ্দেশ্যে সতর্কবার্তা শুনিয়ে রাখলেন কোহলি-ডি ভিলিয়ার্সরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...