দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ। সোমবার তিনি এই অবসর ঘোষণা করেন।
তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় জানিয়েছে, ক্রোয়েশিয়ার হয়ে ১০৬ ম্যাচ খেলে, ১৫ গোল করে, ইভান রাকিটিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। জাতীয় দলকে দেওয়া তাঁর সার্ভিসের জন্য ফেডারেশন তাঁকে ধন্যবাদ।
২০০৭ সালে ১৯ বছর বয়সে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রাকিটিচের। ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। সেখানে ৬ বছর খেলে চলতি বছর যোগ দিয়েছেন পুরনো ক্লাব সেভিয়ায়।
২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। যদিও শিরোপা জেতা হয়নি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফ্রান্সের কাছে ৪-২ ব্যবধানে হেরেছিল ক্রোয়েশিয়া।