দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইতালিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। রাফায়েল নাদালকে পেছনে ফেলে এটিপি মাস্টার্সের সবচেয়ে বেশি শিরোপাজয়ী এখন জকোভিচ।
সোমবার ফাইনালে জকোভিচ ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে। যার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান নাদাল।
ইতালিয়ান ওপেনের পঞ্চম ও ক্যারিয়ারের ৩৬তম এটিপি মাস্টার্স জয় জকোভিচের। এটি জকোভিচের ক্যারিয়ারের ৮১তম এবং এই বছরে চতুর্থ শিরোপা।
গত মাসে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে নাদালের আগের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন স্প্যানিশ তারকাকে। ২৮টি এটিপি মাস্টার্স শিরোপা জিতে তালিকায় তিন নম্বরে আছেন সুইস তারকা রজার ফেদেরার।