দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: স্টিভ স্মিথের অধিনায়কচিত ৬৯, সঞ্জু স্যামসনের ৩২ বলে ৭৪ আর একেবারে শেষদিকে জোফ্রা আর্চারের বিধ্বংসী ২৭ রানের ইনিংসের জেরে সিএসকে সামনে রানের পাহাড় খাড়া করল রাজস্থান রয়্যালস। ধোনির দলের সামনে টার্গেট এখন ২১৮ রানের।
টসে জিতে রয়্যালসদের ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক ধোনি। প্রথমে যশস্বী জয়সওয়ালের উইকেট খোয়ায় রাজস্থান। স্যামসং ও স্মিথ ১২১ রানের পার্টনারশিপ গড়লেও স্যামসাং আউট হওয়ার পরই একের পর এক উইকেট খোয়াতে থাকে রয়্যালসরা। যদিও একদিকে অপরাজিত থাকেন অধিনায়ক স্মিথ।
শেষ দিকে জোফ্রা আর্চারের ঝড়ো ইনিংস বড় লক্ষ্যে পৌঁছে দেয় রাজস্থানকে। খেলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট স্লো হতে শুরু করেছে। এখন দেখার ধোনি বাহিনী আইপিএলে নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা। এই রান সফলভাবে তাড়া করতে পারলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড হবে এটাই।