দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আসন্ন আইলিগ কোয়ালিফায়ারের আগে নিজেদের ডিফেন্স শক্ত করতে স্টপার গুরসিম্রত সিং গিলকে সই করাল বেঙ্গালুরু ইউনাইটেড।
এআইএফএফ এলিট অ্যাকাডেমি থেকে উঠে আসা এই প্রতিশ্রুতিবান ফুটবলার এর আগে খেলতেন বেঙ্গালুরু এফসিতে। ২০১৭-১৮ মরশুমে নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়েও খেলেছিলেন তিনি।
বেঙ্গালুরু এফসির হয়ে এএফসি কাপ কোয়ালিফায়ারে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে এই পাঞ্জাব তনয়ের। এখন দেখার নতুন ক্লাবের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ ফুটবলার।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আই লিগ কোয়ালিফায়ার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। পাঁচ দলের এই টুর্নামেন্টে ৮ই অক্টোবর শুরু হয়ে চলবে ১৯শে অক্টোবর পর্যন্ত।
করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে হতে চলেছে, এবং প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
উদ্বোধনী ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড ও ভবানীপুর এফসি একে অপরের বিপক্ষে মাঠে নামবে।