26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    হারের কারণ ব্যাখ্যা করলেন থালা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। রাজস্থান রয়্যালসের করা ২১৬ রান তাড়া করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রানই করতে পারে।

    এই হারের পরে ধোনি কার্যতই হতাশ। তবে তিনি এই জয়ের জন্য রাজস্থান বোলারদের কৃতিত্ব দিয়েছেন। ধোনি ম্যাচের পরে বলেছেন, “২১৭ রানের লক্ষ্য তাড়া করার জন্য আমাদের শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিলো, দুর্ভাগ্য সেটা হয় নি। প্রথম ব্যাট করার পরে, আপনি জানতে পেরে যান কোন লেন্থে বোলিং করা উচিত। ওদের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। একই সাথে, আমাদের স্পিনাররা সঠিক জায়গায় বোলিং করতে পারে নি। আমরা যদি ওদের ২০০ রানের মধ্যে থামিয়ে দিতে পারতাম তাহলে একটা ভাল ম্যাচ হতো।”

    থালা ধোনি আরও বলেছেন, “আমি দীর্ঘদিন ব্যাটিং করিনি। ১৪ দিনের কোয়ারেন্টিন কাজটা আমাদের জন্য আরও কঠিন করে দিয়েছে। আমি নতুন কিছু চেষ্টা করতে চেয়েছিলাম। আমি স্যাম করনকে সুযোগ দিতে চাই। আজও নতুন অনেক কিছু চেষ্টা করার সুযোগ পেয়েছি। ফ্যাফ ডু প্লেসিস দুর্দান্ত ব্যাট করেছেন।”

    ধোনি এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে আসেন। নিজের আগে তিনি স্যাম করন ও কেদার যাদবকে ব্যাটিংয়ে পাঠান। তবে শেষ ওভারে তিনি তিনটি ছয় মারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...