দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সকে শুভকামনা জানাল বুর্জ খলিফা কর্তৃপক্ষ। অধিনায়ক দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যানদের ছবি দিয়ে কেকেআরের প্রথম ম্যাচের আগে শুভকামনা জানিয়েছে বুর্জ খলিফা কর্তৃপক্ষ।
ইনস্টগ্রামে মুহুর্তটির ভিডিও দিয়ে বুর্জ খলিফা কতৃপক্ষ লিখেছে, ‘আমরা কলকাতা নাইটরাইডার্সকে শুভকামনা জানাচ্ছি এই বছরের আইপিএলের জন্য।’ প্রতিদানে অভিনন্দন জানাতে ভুল করেনি দুবারের চ্যাম্পিয়ন কলকাতা। অভিভূত কলকাতা ধন্যবাদ জানিয়ে লিখেছে, ধন্যবাদ বুর্জ খলিফা, কেকেআরের রঙে রঙিন হওয়ার জন্য।
আজ আইপিএলে নিজেদের অভিযান শুরু করবে দীনেশ কার্তিকের কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।