দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার মাঠে নামছেন নাইটরা। তার আগে কিং খানের দলের জন্য শুভেচ্ছা বার্তা চলে এল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বুধবারই টুইটারে তিনি লেখেন, “২০২০ সালে ইতিমধ্যেই সমস্যার মোকাবিলা করার জন্য গোটা ভারতের মন্ত্র হয়ে উঠেছে করব, লড়ব, জিতব।
আরও একদল চ্যাম্পিয়ন আজ মাঠে নামছে। প্রত্যেক ঘরে আনন্দের বার্তা বয়ে আনার জন্য। নিজেদের আইপিএল মরসুম শুরু করার জন্য নাইট রাইডার্স ও স্নেহের শাহরুখকে অনেক শুভেচ্ছা।”
একদিকে করোনা আর অন্যদিকে আর্থিক সংকটের মধ্যেও ভেঙ্গে না পড়ে লড়াই করার বার্তাই আগাগোড়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতা নাইট রাইডার্সের স্লোগান হল করব, লড়ব, জিতব। এই লড়াই করে জিতে নেওয়ার মন্ত্র যে বর্তমান করোনা পরিস্থিতিতেও সবথেকে গুরুত্বপূর্ণ সেটাও আরও একবার মনে করালেন মমতা। তার পাশাপাশি নাইটদের শুভকামনাও জানান তিনি।