দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হার দিয়ে আইপিএল অভিযান শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। মরসুমের নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ রানে হেরেছে দীনেশ কার্তিক বাহিনী। চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল মুম্বই। এ দিন কেকেআরকে হারিয়ে প্রথম জয় পেল মুম্বাই।
অধিনায়ক রোহিত শর্মার ৫৪ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে ২০ ওভারে মুম্বাই করে ৫ উইকেটে ১৯৫ রান। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর করে ৯ উইকেটে ১৪৬ রান।
টস জিতে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ব্যাট করতে পাঠান মুম্বাইকে। কুইন্টন ডি কক শুরুটা ভাল করতে পারেননি, মাত্র ১ রান করে নবাগত শিবম মাভির বলে তুলে মারতে গিয়ে লং অনে নিখিল নায়েকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এর পর দলের হাল ধরেন রোহিত ও সূর্য কুমার যাদব। দু’জনে দ্বিতীয় উইকেটের জুটিতে ৯০ রান যোগ করেন। যাদব ২৮ বলে ৪৭ রান করে দুর্ভাগ্য জনক ভাবে রান আউট হয়ে গেলেও, রোহিত মুম্বাই ইনিংস এগিয়ে নিয়ে যান।
একটা সময়ে মুম্বাই এত মসৃণভাবে এগোচ্ছিল, মনে হচ্ছিল চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা হয়তো ২২০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু শিবম মাভির বলে রোহিত ৫৪ বলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারি সহ ৮০ রান করে আউট হওয়ার পর মুম্বাইয়ের রান তোলার গতি কমে যায়। কিন্তু সৌরভ তিওয়ারি (২১), হার্দিক পান্ডিয়া (১৮) দ্রুত গতিতে রান তুলতে না পারায় মুম্বাই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি।
কেকেআরের সবচেয়ে সফল বোলার শিবম মাভি। তিনি ২ উইকেট পান। এছাড়া সুনীল নারিন ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট দখল করেন। নিলামে ১৬ কোটি টাকায় কেনা অসি ফাস্ট বোলার প্যাট কামিন্স এদিন হতাশ করেন। তিন ওভার হাত ঘুরিয়ে ১৬.৩৩ গড়ে তিনি ৪৯ রান খরচ করেন।
মুম্বাইয়ের থেকে পাওয়া লক্ষ্য তাড়া করতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানই করতে সক্ষম হয়।
রাসেলের ব্যাটে ১৯৬ রানের বড় লক্ষ্য পেরোনোর স্বপ্ন দেখছিল কেকেআর। কিন্তু এদিন ব্যাট হতে ঝড় তুলতে ব্যর্থ এই জ্যামাইকান অল রাউন্ডার। ১১ বলে ১১ রান করে জসপ্রীত বুমরাহ-এর বলে সরাসরি বোল্ড হন তিনি।
বল হাতে হতাশ করলেও ব্যাট করতে নেমে প্যাট কামিন্স ১২ বলে ৩৩ রান করেন। মারেন চারটিওভার বাউন্ডারি। এছাড়া কার্তিক ৩০ রান করেন।
মুম্বাইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, রাহুল চহার ও বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন। রোহিত তাঁর বিধ্বংসি ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।