দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গোড়ালির চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলীয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। অবশ্য এরই মধ্যে মার্শের বদলি বেছে নিয়েছে সানরাইজার্স। মার্শের বদলে সানরাইজার্স জার্সিতে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।
পরশু টুর্নামেন্টে সানরাইজার্সের প্রথম ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচে বল করতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান মার্শ। বল হাতে এক ওভারও শেষ করতে পারেননি এই অলরাউন্ডার। মাত্র চার বল করেই ফিজিওর সহায়তায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে।
সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন মার্শ। কিন্তু দলের প্রয়োজনে সেদিন দশ নম্বরে ব্যাট করতে নামতে হয়েছিল তাকে। যদিও খুব বেশি সময় মাঠে থাকতে হয়নি, প্রথম বলেই আউট হয়ে ফেরেন।
সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচ শেষে মার্শকে নিয়ে হতাশা লুকোতে পারেননি, ‘ওকে দেখে মোটেও ভালো মনে হয়নি। কিন্তু ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে সে। ’