দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আশঙ্কাকে সত্যি করে ভারতের প্রতিভাবান ডিফেন্ডার আনোয়ার আলিকে ফুটবল ছাড়ার পরামর্শ দিয়েছে এএফসি। তাঁরা জানিয়ে দিয়েছে, হৃদযন্ত্রে সমস্যার জন্য যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারবেন না আনোয়ার।
বর্তমানে বছর কুড়ির এই ফুটবলার ভারতের হয়ে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন। এছাড়াও অনুর্দ্ধ ২৩ ও সিনিয়র জাতীয় দলের ক্যাম্পেও ছিলেন তিনি। এখন মহামেডান স্পোর্টিংয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করার আগেই কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল আনোয়ারের।
ক্লাবও এএফসির এই নিষেধাজ্ঞার পর তাঁকে আগামী মাস থেকে শুরু হওয়া আই লিগ কোয়ালিফায়ারের জন্য রেজিস্টার করবে না বলে ইতিমধ্যেই জানিয়েছে।
আলি জানিয়েছিলেন, “আমি খেলতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এগোতে চাই। আমি স্বেচ্ছায় এই ঝুঁকি নিতে চাইছি। পেশাদার ফুটবল খেলার জন্য এই ঝুঁকি নিতে চাই।”
শুক্রবার আবারও এআইএফএফের কাছে ভিডিও বার্তায় আর্জি জানান তরুণ এই ডিফেন্ডার। তাঁর আবেদন, “আমার স্বপ্ন দেশের হয়ে ফুটবল খেলা। আমার কাছ থেকে ফুটবল কেড়ে নেওয়া মানে আমায় মেরে ফেলা। আমি শুধু ফুটবলটাই খেলতে পারি। ফুটবল খেলার জন্য আমি সব করতে রাজি।”