দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সমস্ত জল্পনার অবসান করে শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানেই যোগ দিলেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। শনিবার ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে ঘোষণা করা হয়।
গত মে মাসে কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে সন্দেশের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ ছিলো না। এই সদ্য অর্জুন পুরস্কার জয়ী এই ফুটবলারকে দলে পেতে ঝাঁপিয়ে ছিলো এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এফসি গোয়া ও ওড়িশা এফসি। কিন্তু ১.৬৬ কোটি বার্ষিক টাকার বিনিময়ে একেবারে টানা পাঁচ মরশুমের জন্য এই পাঞ্জাব তনয়কে চুক্তিবদ্ধ করল এটিকে মোহনবাগান।
তবে এই চুক্তিতে সন্দেশের পক্ষ থেকে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। তিনি যদি কোন বিদেশী ক্লাবে খেলার প্রস্তাব পান তাহলে তিনি ক্লাব ছাড়তে পারেন।
ঐতিহাসিক ক্লাবের চুক্তিতে সই করে সন্দেশ বলেন, “এমন এক ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আগামী মরশুমগুলোতে এই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছি। নিজের সেরাটা দিয়ে এটিকে মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে আমি বদ্ধপরিকর।”
আইএসএলের ছয় মরশুমে এই ২৭ বছর বয়সি ডিফেন্ডারের পারফরম্যান্সের খতিয়ানে জমা হয়েছে ৫০২টি ক্লিয়ারেন্স, ১৯৪টি ট্যাকল, ৯৩টি ইন্টারসেপশন ও ৯৭টি ব্লক।
এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস ইতিমধ্যেই দলের রক্ষণভাগে কার্ল ম্যাকহিউ, প্রীতম কোটাল, শুভাশিস বসু, সুমিত রাঠি, প্রবীর দাস ও তিরিকে পেয়ে গিয়েছেন। এ বার সেই দলে যোগ দিলেন সন্দেশ।