দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শনিবার ভোর বেলায় আইএসএল খেলার জন্য গোয়ার উদ্দেশ্য পাড়ি দিলেন এটিকে মোহনবাগানের স্বদেশী ব্রিগেড। খেলোয়াড়দের বিমানবন্দরে ছাড়তে এসে আবেগ তাড়িত হয়ে পরেন তাদের পরিবারের সদস্যরা।
গোয়াতে কিছু প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে এটিকে মোহনবাগানের। নভেম্বরের শেষদিকে শুরু হবে আইএসএল। তার আগে কবে ভারত সরকার বিদেশিদের এদেশে আসার অনুমতি দেয় সেটার জন্যই অপেক্ষা করছেন দলের বিদেশি ফুটবলাররা।
এই বছর, আইএসএলের সব ম্যাচই খালি স্টেডিয়ামে খেলা হবে। করোনার ভাইরাসের কারণে আইপিএল সহ বেশিরভাগ বড় খেলার আসর গুলোই দর্শক ছাড়া স্বাস্থ বিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।