দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে ২০২০ আইপিএল মরসুমের প্রথম জয় তুলে নিলো দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদের করা ১৪২ রান তাড়া করতে নেমে কেকেআর তিন উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানের মাথায় ওপেনার জনি বেয়ারস্ট্রোর (৫) উইকেট হারায় হায়দ্রাবাদ। তিনে নামা মনীষ পান্ডেকে নিয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও, ৩৬ রান করে নবাগত বরুন চক্রবর্তীর শিকার হয়ে প্যাভেলিয়ানে ফেরেন ওয়ার্নার।
ওয়ার্নার ফিরে যাওয়ার পর পান্ডে ও ঋদ্ধিমান সাহা হায়দ্রাবাদ ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু মোক্ষম সময়ে প্রথমে পান্ডে ও পরে ঋদ্ধিমান আউট হয়ে যাওয়ার ফলে হায়দ্রাবাদ ইনিংসের শেষের দিকে রান গতি বাড়াতে ব্যার্থ হয়। হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে। পান্ডে বলে ৩৮ সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া ঋদ্ধিমান ৩০ রান করেন।
কেকেআর বোলারেরা কতটা নিয়ন্ত্রিত বোলিং করেছে তার প্রমান এর থেকেই পাওয়া যায় যে গোটা ইনিংসে হায়দ্রাবাদ মাত্র ৭টি চার ও ৪টি ছয়ই মারতে সক্ষম হয়। প্যাট কামিন্স, বরুন চক্রবর্তী ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নেন।
হায়দ্রাবাদের থেকে পাওয়া লক্ষ্যের তাড়া করতে নেমে শুরুতেই চাপে পরে যায় কেকেআর। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ খলিলের তুলে মারতে গিয়ে শূন্য রানে নিজের উইকেট হারান ওপেনার সুনীল নারিন।
অন্য ওপেনার শুভমান গিল একটা দিক ধরে রাখলেও, নীতিশ রানা ও অধিনায়ক দীনেশ কার্তিক তাঁকে সঙ্গত দিতে ব্যার্থ হন। রানা ২৬ রান করলেও কার্তিক স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই রশিদ খানের গুগলির ফাঁদে পরেন।
অপর প্রান্তে একের পর এক উইকেট পরলেও আবুধাবির মন্থর উইকেটে একটি ধৈর্যশীল ইনিংস খেলে দলকে জয় এনে দেন শুভমান। ৬২ বলে ৭০ রানে করে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটসম্যান। তাঁকে যোগ্য সঙ্গত দেন ইয়ন মরগ্যান ২৯ বল খেলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বা হাতি ব্যাটসম্যান।
মোহাম্মদ খলিল, থাংগারাসু নটরজন ও রশিদ খান একটি করে উইকেট নেন। শুভমান তাঁর ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।