দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তির নিঃশ্বাস মহামেডানে। সদস্য-সমর্থকদের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে এবার ইনভেস্টর আসতে চলেছে কলকাতার এই তৃতীয় প্রধানে।
মাঝে শোনা যাচ্ছিলো কর্ম সমিতির কিছু সদস্য নাকি ইনভেস্টর আনার বিরুদ্ধে ছিলেন। তাদের মত ছিলো এতে নাকি ক্লাব বিক্রি হয়ে যাবে। তবে হার মানেননি সচিব ওয়াসিম আক্রাম। জট কাটাতে গতকাল কর্ম সমিতির জরুরি বৈঠক ডাকেন তিনি। সেখানে বরফ অনেকটা গললেও রফা সূত্র বেরোয় নি।
তাই ফের আজ সন্ধ্যায় মধ্য কলকাতার একটি হোটেলে আইনজীবি ও চার্টার্ড একাউন্টদের সাথে বৈঠকে বসেন ওয়াসিম আক্রাম দীপেন্দু বিশ্বাসরা। সেখানেই সর্ব সম্মতি ক্রমে ইনভেস্টর আনার বিষয়ে শীল মোহর পড়ে।
ওয়াসিম আক্রাম জানিয়েছেন, “আজ বৈঠকে সর্ব সম্মতি ক্রমে ঠিক হয়ে হয়েছে ইনভেস্টর আনা হবে। আগামী মঙ্গলবার আমরা ইনভেস্টরের নাম ঘোষণা করবো।”