দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের দুর্দান্ত শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু পরের দুই ম্যাচেই হেরেছেন ধোনিরা। ওই দুই হারেই দলের চেহারা যেন বেরিয়ে এসেছে। টপ অর্ডারে সুরেশ রায়নাকে মিস করতে শুরু করেছে চেন্নাই।
এরই মধ্যে কিছু সংবাদ মাধ্যমের খবর দিয়েছে, দলের হাল ধরতে রায়না যেকোন মুহূর্তে যোগ দিতে পারেন চেন্নাই শিবিরে। চেন্নাই সুপার কিংসের দায়িত্বশীল একজন ইনসাইড স্পোর্টসকে এমনই তথ্য দিয়েছে বলেও দাবি করা হয়েছে।
ওই সূত্র দাবি করেছেন, রায়না আবার দলে যোগ দিতে চান। তিনি তার ব্যক্তিগত সমস্যা সমাধান করে ফেলার পথে। তবে চেন্নাইয়ের মালিক শ্রীনিবাস জানিয়েছেন, রায়না ফিরতে চায়লে তাকে দলে নেওয়া হবে কি-না সেই সিদ্ধান্ত দলের অধিনায়ক ধোনি এবং টিম ম্যানেজমেন্টের।
তবে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ রায়নার ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা রায়নার দিকে তাকিয়ে নেই। রায়না নিজেই খেলতে পারবেন না বলে জানিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি শুধু ভক্তদের আশ্বস্ত করতে পারি, দ্রুতই আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো।”