দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী মাসেই ১৪ দিনের হোম কোরেন্টাইন কাটিয়ে নিউজিল্যান্ড থেকে গোয়ায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণা। শুধু তিনিই নন। আরও আট জন ফুটবলার তাদের দলের সঙ্গে যোগ দেবেন আগামী মাসেই। ভারত সরকারের বিদেশ মন্ত্রক ন’জন বিদেশি ফুটবলারকে ছাড়পত্র দিয়ে দেওয়ায় নভেম্বরে শুরু হওয়া কোটি টাকার লিগ খেলতে আর বাধা থাকছে তাঁদের।
এদের মধ্যে যেমন আছেন রয় কৃষ্ণা ঠিক তেমনি আছেন ওড়িশা এফসিতে সই করা দুই ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলিনহো, দিয়েগো মাওরিশিও এবং গোলরক্ষক কোচ রোজারিও রামোস। এছাড়াও বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়েন এফসির দুজন করে ও হায়দ্রাবাদ এফসি আর জামশেদপুর এফসির একজন করে ফুটবলারকে ছাড়পত্র দিয়ে দিল ভারতের বিদেশমন্ত্রক। তবে তাদের নির্দিষ্ট শর্ত মেনে ১৪ দিন কোরেন্টাইনে থেকে ভারতে আসতে হবে।
গোয়ায় পৌঁছেও কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে তবেই বায়োবাবলে ঢুকতে পারবেন তাঁরা। কিছুদিন আগেই শুরু হওয়া আইপিএল থেকে শিক্ষা নিয়েই আইএসএল অনুষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে এফএসডিএল।
গতকালই গোয়া পৌঁছে গেছে এটিকে মোহনবাগানের স্বদেশী ব্রিগেড। কোভিড টেস্টের পর বায়োবাবলসের মধ্যে ঢুকবেন তাঁরা। এখন দেখার এটিকে মোহনবাগানের বাকি বিদেশিদের কবে ছাড়পত্র দেয় ভারতের বিদেশমন্ত্রক।