26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    বাবা নেই, মা কাজ করতে পারেন না, মনজিৎ চাকরির খোঁজে – নির্মলকুমার সাহা

    অশোককুমার সাউ হাওড়ার শিবপুর অঞ্চলে রিকশা চালাতেন। ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর যখন রিকশা চালাচ্ছিলেন, তখনই এক পথ দুর্ঘটনায় মারা যান। তারপর ওঁর স্ত্রী সুলতা সাউ লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতে শুরু করেন। এখন বয়সের কারণে সুলতাও আর কাজ করতে পারছেন না। ফলে সংসারে অনটন। ওঁদের ছেলে মনজিৎ কুমার সাউ এখন বাংলার প্রতিষ্ঠিত বক্সার। সিনিয়র জাতীয় বক্সিং প্রতিযোগিতায় বাংলার সাফল্য এখন দূরবীণ দিয়ে দেখতে হয়। এরকম পরিস্থিতিতেই গত বছর হিমাচল প্রদেশে সিনিয়র জাতীয় প্রতিযোগিতা থেকে ৪ বছর পর বাংলাকে পদক এনে দিয়েছেন মনজিৎ। ৫২ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক। এর আগে বাংলায় শেষ পদক এসেছিল ২০১৫ সালে। জিতেছিলেন আর্শাদ আসিফ খান। আগে বয়সভিত্তিক বিভিন্ন বিভাগেও রাজ্য ও জাতীয় পর্যায়ে সাফল্য রয়েছে মনজিতের। তারপর বাংলাকে সিনিয়র জাতীয় আসর থেকে পদক এনে দিলেও তাতে পেট ভরছে না মনজিতের।

    শিবপুরে বহুবছর ধরেই বক্সিংয়ের চল। সেই ধারা এখনও বজায় আছে তপনকুমার বসুর সৌজন্যে। শিবপুর পুলিশ লাইন্সের রিংয়ে দলে দলে ওই অঞ্চলের ছেলেরা এখনও বক্সিং শিখতে আসে। অধিকাংশই গরীব ঘরের ছেলে। এভাবেই একদিন ওখানে দেখা গিয়েছিল মনজিতকেও। কোচ তপনকুমার বসুর কোচিংয়ে ধীরে ধীরে সাফল্যও আসতে শুরু করে। ওই সাফল্য দেখে মা-‌বাবা একসময় কিছুটা নিশ্চিন্ত হচ্ছিলেন, মনজিৎ একদিন সংসারের হাল ফেরাবে। কিন্তু বাবা তো তিন বছর আগেই প্রয়াত। আর মা-‌ও সুখের দিন দেখার সুযোগ এখনও পাননি। কারণ এখনও একটা চাকরি জোটাতে পারেননি মনজিৎ। ফলে সংসারের হাল তো ফেরেইনি। বরং আরও খারাপ হয়েছে। মনজিৎ বলছিলেন, ‘‌চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরও ভাল পারফরমেন্স করতে। আমার তো রিংয়ে আরও ভাল লড়াই করা ছাড়া অন্য কিছু করার নেই।’‌

    রিংয়ের সেই অনুশীলনও বড় ধাক্কা খেয়েছে করোনার জেরে। মাসের পর মাস ঘরে বসে। মনজিৎ বললেন, ‘‌বাড়িতে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং করা ছাড়া লকডাউনের সময় অন্য কিছু প্র‌্যাকটিস করার উপায় ছিল না। এখন আনলকের সময় নিয়ম মেনে রিংয়ে যাচ্ছি। তা-‌ও সরাসরি ফাইট প্র‌্যাকটিসের সুযোগ হচ্ছে না। এভাবে আর কতদিন চলবে, কে জানে!‌ এতে নিজের ফর্ম ধরে রাখা সত্যি কঠিন।’‌

    মনজিতের কথায় ঘুরেফিরে আসছিল চাকরির প্রসঙ্গ। বললেন, ‘‌বাড়ির অবস্থা খারাপ। বাবা নেই। মা-‌র আর কাজ করার ক্ষমতা নেই। আমি কোনও কাজ পাচ্ছি না। দুই দাদা একটা জুট মিলে জোগাড়ের কাজ করে। সামান্য টাকাই পায়। দাদাদের ওই সামান্য আয়েই আমাদের সংসার চলে। আমার খেলার খরচও দাদাদেরই চালাতে হয়। সত্যি, ভীষণ খারাপ অবস্থায় আছি! চাকরি না পেলে বক্সিংই ছেড়ে দিতে হবে।‌’‌

     ‌

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...