দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :২০০৭ সালের কুড়ি ওভারের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় বলে ছটি ছয় এখনো ভুলতে পারেনি ক্রিকেটপ্রেমী দর্শক। সেই বিশ্বকাপজয়ী নায়ক যুবরাজ সিং এবার শুভেচ্ছা জানালেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার রাহুল তেওয়াটিয়াকে। গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান। এই জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। ম্যাচের প্রথম দিকে ২২৪ রান তাড়া করতে নেমে দ্রুতগতিতেই রান তুলছিল রাজস্থান।
কিন্তু অধিনায়ক স্মিথ আউট হয়ে যাবার পর সেই রানের গতি একেবারেই মন্থর হয়ে পড়ে। ক্রিজে তখন ছিলেন রাহুল তেওয়াটিয়া। কিন্তু তেমন ভাবে বড় শট মারতে পারছিলেন না তিনি। মাত্র ১৭ রান তুলতেই তিনি খরচ করে ফেলেন ২৩ টি বল। অপরদিকে সঞ্জু স্যামসনও অসাধারণ ৮৫ রানের ইনিংস খেলার পর আউট হয়ে যান চাপের মুখে। এই সময় নিশ্চিত হারের মুখ দলকে আবার জয়ের পথে ফিরিয়ে আনেন রাহুল। শেলডন কর্টেলের এক ওভারে পরপর পাঁচটি ছয় মারেন তিনি। আর সেই জন্যেই তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবরাজ ট্যুইট করেন “একটি বল মিস করার জন্য ধন্যবাদ রাহুল তেওয়াটিয়া।”
পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচেই হয়ত ছয় বলে ছটি ছয় মারা ব্যাটসম্যানদের লিস্টে উঠে যেতে পারত আরেক ভারতীয়ের নাম। যুবরাজের রেকর্ডের সঙ্গে একই তালিকায় উঠে আসতে পারতেন রাহুল।সেই কারণেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি যুবরাজ সিংহ। শুধু তাই নয় রাজস্থান দলকেও এই অসামান্য ম্যাচ জেতার জন্য শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে যুবরাজ শুভেচ্ছা জানান মায়াঙ্ক আগারওয়ালকেও। যার অসাধারণ শতরানের পরেও জয়ের মুখ দেখতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।