দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আইপিএলের ময়দানে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। মরশুমে পরপর তৃতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে রাজস্থান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ৪৯ রানের হার দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা। শুভমান গিল এর অসাধারণ ৭০ রানের ইনিংসের সুবাদে দু ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল তারা।
আইপিএলের শুরু থেকেই টগবগে ফর্মে রয়েছে রাজস্থান। উইকেটকিপার সঞ্জু স্যামসন এবং অধিনায়ক স্টিভ স্মিথের অসাধারণ ব্যাটিং ফর্মের সুবাদে প্রথম ম্যাচেই চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে সহজ জয় তুলে নিয়েছিল তারা।আর পাঞ্জাবের বিরুদ্ধে খেলা দ্বিতীয় ম্যাচটি যে এই আইপিএলের অন্যতম একটি সেরা ম্যাচ তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রথমে ব্যাট করে মায়াঙ্ক আগারওয়ালের শতরান ও কে এল রাহুলের অর্ধশত রানের দৌলতে ২২৩ রান তুলেছিল পাঞ্জাব। এই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রাজস্থান যে জয় ছিনিয়ে নেবে তা ভাবতে পারিনি অনেকেই। স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসন আবারও অসাধারণ অর্ধশত রানের ইনিংস খেললেও লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে ছিল তারা। সে সময় শেলডন কর্টেলের এক ওভারে ৫ টি ছয় মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া।এই জয়ের সুবাদেই এখনো তারা রয়েছে লিগ টেবিলের প্রথম স্থানে।ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার যোগ দেওয়ায় আরো বেশি শক্তিশালী মনে হচ্ছে রাজস্থানকে। বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য সমস্ত দায়িত্ব থাকবে জোফরা আর্চারের কাছে। তবে শ্রেয়স গোপাল এবং রাহুল তেওয়াটিয়ার প্রদর্শনও উল্লেখযোগ্য।
আইপিএলের ময়দানে আজ কলকাতা তৃতীয় ম্যাচ। গত ম্যাচে জয় পেলেও তাদের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে এখনও সেই ভাবে ব্যাটিং করতে দেখা যায়নি। তবে ডেথ বোলিংয়ে তাকে যেভাবে ব্যবহার করেছেন অধিনায়ক দীনেশ কার্তিক তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে কেকেআরের জন্য বড় সুখবর হল গত ম্যাচেই রান পেয়েছেন ইয়ন মর্গ্যান।বোলিং নিয়ে অবশ্য চিন্তার অবকাশ রয়েছে কলকাতা শিবিরে। গত ম্যাচের যদিও হায়দ্রাবাদকে ১৪২ রানের মধ্যেই রুখে দিতে পেরেছিল তারা, কিন্তু উইকেট পাননি সুনীল নারায়ান বা ভারতীয় তারকা কুলদীপ যাদব। প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী এবং তরুণ শিভম মাভি ছাড়া তেমন একটা ফর্মে নেই কেকেআরের বোলিং আক্রমণ। তবে একথা ঠিক যে অনেক অপশন থাকায় সেগুলিকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে পারবেন দীনেশ কার্তিক। আজকের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল)ঃস্টিভ স্মিথ অধিনায়ক, জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবি উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, টম কুর্যান,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট এবং অঙ্কিত রাজপুত।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল)ঃ শুভমান গিল,সুনীল নারায়ন, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স,শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং কমলেশ নগরকোটী।