দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম জয় এনে দিয়েছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান।
প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানই তুলতে পারে। রাশিদ খান ৪ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দিয়ে তুলে নেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান ও ঋষভ পান্তের মহা মূল্যবান উইকেট। ম্যাচসেরাও তিনিই হয়েছেন। তাঁর প্রয়াত বাবা-মাকে এই পুরস্কার উৎসর্গ করেছেন রাশিদ খান।
ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, “গত দেড় বছর আমার পক্ষে খুব কঠিন ছিল। প্রথমে আমি আমার বাবাকে এবং তিন চার মাস আগে মাকে হারাই। আমার মা ই আমার সব থেকে বড় ফ্যান ছিল। যখনই আমি কোনও পুরষ্কার পেতাম, মা আমার সাথে সারা রাত কথা বলতেন। এই পুরস্কার তাদের দু’জনের জন্য। ওদের অভাব প্রতিনিয়ত অনুভব করছি।”
তিনি আরও জানান ভাল পারফর্ম করার জন্য তাঁর উপর কোনও চাপ ছিলো না। তিনি বলেন, ‘আমাকে যে ভালো পারফর্ম করতে হবে এই চাপ আমি কখনই নিই না। আমি ঠান্ডা মাথায় চাপ মুক্ত ক্রিকেট খেলতে পছন্দ করি এবং বেসিকগুলো ঠিক রাখতে চেষ্টা করি। অধিনায়ক সবসময় আমাকে বিশ্বাস জুগিয়েছেন এবং আমাকে নিজের মতো বোলিং করার স্বাধীনতা দিয়েছেন।”