দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত বিশ্বকাপের পর থেকেই পেশাদার ক্রিকেট থেকে বাইরে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দেড় বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্য দিয়ে খেলায় ফিরেছেন তিনি।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। এর পর টানা দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় ধোনির নেতৃত্বাধীন দলটি।
২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৭ রানের পাহাড় অতিক্রম করতে নেমে ২০০ রানে থামে চেন্নাই। আর দিল্লির বিপক্ষে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ধোনিরা হেরে যান ৪৪ রানের ব্যবধানে।
চেন্নাইয়ের টানা দুই হারের পর ঘরে-বাইরে চলছে ধোনির সমালোচনা। এ ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, “দেড় বছর পর ধোনি আবার খেলতে নেমেছে। যত ভালো ক্রিকেটারই হোক না কেন, ফর্মে ফেরার জন্য কিছুটা সময় তো দিতেই হবে।”
আইপিএলের চলতি আসরে ইতিমধ্যে তিন ম্যাচ খেলেছেন ধোনি। তিন ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ ৪৪ রান।
চেন্নাইয়ের টানা দুই ম্যাচে হারের পর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এক টুইটবার্তায় লিখেছেন, “চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।”