32 C
Kolkata
Monday, May 29, 2023
More

    সাঁতার বন্ধ! সুপ্রিয় ব্যস্ত ফটোগ্রাফি নিয়ে – নির্মলকুমার সাহা

    বেঙ্গালুরুর ডলফিন অ্যাকুয়াটিক্স থেকে তিনি এখন অনেক দূরে। কোলাঘাটের সাহাপুরে। সামনে ঝকঝকে সুইমিং পুলও এখন নেই, যা দেখে ঝাঁপিয়ে পড়বেন জলে। করোনা-‌লকডাউন-‌আনলক, সুপ্রিয় মণ্ডলের জীবনের চলার পথ এলোমেলো করে দিয়েছে। করোনা-‌লকডাউন শুরুর কয়েকদিন আগেই বেঙ্গালুরু থেকে ফিরে এসেছিলেন কোলাঘাটের গ্রামের বাড়িতে। এখনও সেখানেই। গত কয়েকবছর ধরেই ধারাবাহিক সাফল্য পেয়ে এসেছেন। গত ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসে নিজের প্রিয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন। নানা সাফল্য পেলেও এখনও অলিম্পিকে সুইমিং পুলের জলে নামা হয়নি। নেপাল থেকে ফিরেই আবার চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। লক্ষ্য ছিল টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করা। কিন্তু করোনা এসে সব স্বপ্ন আপাতত ধুয়েমুছে সাফ করে দিয়েছে।

    কোলাঘাটে যখন ফিরে আসেন, ঠিক ছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবার চলে যাবেন বেঙ্গালুরু। শুরু করবেন কোচ নিহার আমিনের কাছে অলিম্পিকে যোগ্যতা অর্জনের প্রস্তুতি। কিন্তু গ্রামের বাড়িতে বসেই একদিন শুনতে হয়, টোকিও অলিম্পিক এবছর হচ্ছে না। হবে সামনের বছর। সুপ্রিয় বলছিলেন, ‘‌যখন বাড়ি চলে আসি, এতটা বুঝতে পারিনি। ভেবেছিলাম কিছুদিন পরই আবার বেঙ্গালুরু চলে যাব। এখন তো সাড়ে ছয় মাস কেটে গেল। কবে আবার বেঙ্গালুরু যেতে পারব, জানি না!‌’‌ বাড়ি ফিরে দিন-‌দুয়েক কোলাঘাট সুইমিং পুলে গিয়েছিলেন। তারপর লকডাউন ঘোষণা হতেই সেখানে যাওয়াও বন্ধ হয়ে যায়। এখন আনলক পর্বেও সুরক্ষাবিধি মেনে সেই সুইমিং পুলের দরজা খোলেনি। ফলে জলে নামাও বন্ধ হয়ে গিয়েছে সুপ্রিয়র। বললেন, ‘‌আমাদের বাড়ির কাছাকাছি সেরকম ভাল পুকুরও নেই, যেখানে নিয়ম মেনে সাঁতার কাটা যায়। তাই পুরোপুরি এখন জল থেকে দূরে। বাড়ির সামনে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং করছি।’‌

    দেশের অন্যতম সেরা সাঁতারুর এতে হতাশা আসারই কথা। সুপ্রিয়ও মাঝেমধ্যে হতাশ হয়ে পড়ছেন। তবে লকডাউন শেষে আনলক পর্বে এসে নিজেকে ফ্রেস রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বললেন, ‘‌ছোটবেলা থেকেই ছবি তুলতে আমার ভাল লাগে। যেখানেই যাই, আমার সঙ্গী থাকে ক্যামেরা। তবে সাঁতারের জন্য তখন তো বেশি ছবি তোলার বা ছবি নিয়ে ভাবনাচিন্তার সুযোগ থাকে না। এখন অনেক সময়। ক্যামেরাই আমার সবসময়ের সঙ্গী। নানারকম ছবি তুলছি। আর গার্ডেনরিচে (‌সাউথ ইস্টার্ন রেল)‌ অফিসেও যাচ্ছি।’‌

    এসবের মাঝেও সুপ্রিয়র মন কিন্তু জলে। বললেন, ‘‌এটা ঠিকই, করোনার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। একদিন পরিস্থিতি নিশ্চয়ই স্বাভাবিক হবে। আবার নতুনভাবে শুরু করতে হবে। আমার স্বপ্নটা কিন্তু মরেনি। শুনছি সামনের বছর টোকিওয় অলিম্পিক হবে। আমার ওই টার্গেটটা এখনও একইরকম আছে। অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে।’‌ ‌বুধবারই শুনেছেন, এবার সুইমিং পুল খুলে দেওয়া হবে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন সুপ্রিয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...