দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এক সপ্তাহ বাদে আবার মাঠে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস। এবার তাদের প্রতিপক্ষ সানরাইজেস হায়দ্রাবাদ। নিজেদের গত ম্যাচে দিল্লির কাছে হার স্বীকার করতে হয়েছে চেন্নাইকে। পরপর দুটি ম্যাচে হারের পর তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় তুলে নিতে এখন মরিয়া ধোনি বাহিনী। লীগ টেবিলেও তাদের স্থান এখন সবার শেষে। তবে চেন্নাইয়ের জন্য বড় সুখবর হল চোট সারিয়ে দলে ফিরছেন মুম্বাই ম্যাচের নায়ক আম্বাতি রাইডু। মূলত তার ওপরই নির্ভর করেই মিডিল অর্ডারের ব্যর্থতা কাটিয়ে উঠতে চান ধোনি। তবে ব্যাটিং নিয়ে যথেষ্ট চিন্তার অবকাশ রয়েছে চেন্নাই শিবিরে। ডুপ্লেসিস ছাড়া কেউই এখনো সেভাবে নিজের নামের প্রতি সুবিচার পারেননি। মুরলী বিজয়, শেন ওয়াটসন,কেদার যাদব, ঋতুরাজ গাইকোয়ার্ড কিম্বা রবীন্দ্র জাদেজা, ফর্মে নেই কেউই। সেভাবে রান পাননি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নিজেও।যদিও অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করেন, ফর্মে ফিরতে আরও সময় দিতে হবে ধোনিকে। বোলিং আক্রমণের ক্ষেত্রেও পীযূষ চাওলা এবং স্যাম ক্যুরান ছাড়া বিধ্বংসী বোলিং করতে পারেননি কেউই।
অন্যদিকে চিন্তার মেঘ অনেকটাই কেটেছে হায়দ্রাবাদ শিবিরে। নিজেদের গত ম্যাচে মরশুমের প্রথম জয় তুলে নিয়েছে তারা। ক্যেন উইলিয়ামসন ফিরে আসায় অনেকটাই শক্তিশালী হয়েছে মধ্যক্রম। গত ম্যাচে রান পেয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজেও। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো তো ভালো ফর্মে আছেনই। ফর্মে রয়েছেন মনীশ পান্ডেও।তাই চেন্নাইয়ের থেকে ব্যাটিং নিয়ে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে সানরাইজেস হায়দ্রাবাদ। গত ম্যাচে অসাধারণ বোলিং করে জয় এনে দিয়েছিলেন আফগান লেগস্পিনার রশিদ খান। তাছাড়া টি নটরাজন এবং ভুবনেশ্বর কুমার যেভাবে পেস বোলিংয়ের বিভাগটি সামলাচ্ছেন তাতেও যথেষ্ট আশান্বিত হতে পারে হায়দ্রাবাদ শিবির। তাছাড়া চোট সারিয়ে দলে ফিরতে পারেন বিজয় শংকরও।সেক্ষেত্রে প্রিয়ম গর্গের জায়গায় তাকে সুযোগ দেওয়া হলে অনেকটাই সুবিধা হবে হায়দ্রাবাদের।
আরও পড়ুনঃ আবুধাবিতে নীল ঝড়, অসাধারণ বোলিংয়ের সৌজন্যে ৪৮ রানের সহজ জয় পেল মুম্বাই https://thecalcuttamirror.com/sports/8512/
মূলত এইসব কারণ মাথায় রেখেই হায়দ্রাবাদকে কাগজে-কলমে বেশ কিছুটা এগিয়ে রাখছেন অনেকেই। তবে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনি মোটেই সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। তাই আজকের ম্যাচে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল )ঃ জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন ,মনিশ পান্ডে, বিজয় শংকর/ প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি. নটরাজন,সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল)ঃমুরলী বিজয়/ঋতুরাজ গাইকোয়ার্ড, শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),স্যাম ক্যুরান,কেদার যাদব/শার্দুল ঠাকুর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার, যশ হেজেলউড /ইমরান তাহির।