দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ের কঠিন পিচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে তারা।শুভমান গিলের অসাধারণ ৪৭ রান এবং ইয়ন মর্গ্যানের মাত্র ২৩ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে এই লক্ষ্যমাত্রায় পৌঁছায় তারা।ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেলও মাত্র ১৪ বলে ২৪ রানের একটি গুরুত্বপূর্ণ ‘ক্যামিও’ খেলেন। জবাবে ব্যাট করতে নেমে শিবম মাভি কমলেশ নাগরকোটি ও প্যাট কামিন্সদের অসামান্য বোলিংয়ের সৌজন্যে চাপের মুখে পরে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৭ রানই তুলতে পেরেছিল রাজস্থান। ফলত ৩৭ রানের বড় জয় পেয়ে লীগ টেবিলের প্রথম সারিতে উঠে আসে কলকাতা।
ম্যাচের পর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। তিনি লেখেন “বেশ কিছু ভালো শট দিয়ে সাজানো একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শুভমান গিল। রাসেলের ছোট্ট ক্যামিও এবং ইয়ন মর্গ্যানের গুরুত্বপূর্ণ ফিনিশিং টাচ কেকেআর-কে খুব ভালো স্কোরে পৌঁছে দিয়েছে”
আরো পড়ুন : দুবাইয়ের ময়দানে দক্ষিণী ডার্বি, মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ
এবার সেই ট্যুইট শেয়ার করেই নিজের দলের খেলোয়ারদের উদ্বুদ্ধ করলেন মালিক শাহরুখ খান। শচীনের ট্যুইট শেয়ার করে তিনি লেখেন”এখন আমি কেকেআর দল এবং খেলোয়াড়দের সম্পর্কে যাই বলি তা অর্থহীন। কারণ শচীনের মতো মহান মানুষ আমাদের প্রশংসা করেছেন। দলের তরুণ খেলোয়াররা যেভাবে দায়িত্ব নিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিটা সুযোগকে কাজে লাগাচ্ছে তাতে আমি সত্যিই খুব খুশি।”